
রাজধানীর ডেমরা বক্সনগর এলাকার একটি বাসা থেকে জুম্মন মিয়া (২৮) বছর বয়সী এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ।
২৬ অক্টোবর, শনিবার সকাল সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আহসান হাবিব জানান, শনিবার সকাল সাতটার দিকে লোক মারফত খবর পেয়ে ডেমরা আব্দুল্লাহ চত্বর দক্ষিণ পূর্ব বক্সনগর এলাকার একটি টিনশেড বাসার বাশের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখি। পরে তাকে নামিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, নিহত জুম্মন পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তবে সে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সে আত্মহত্যা করতে পারে।
তিনি আরও বলেন, নিহত জুম্মনের বাড়ি চাঁদপুর জেলার রায়পুর থানার পূর্বলনিয়া গ্রাম। তার বাবার নাম বিল্লাল হোসেন। ডেমরা বক্সনগর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]