
রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের ককটেল বিস্ফোরণে মোহাম্মদ ওমর ফারুক (২০) ও মোহাম্মদ লিটন (৩০) বছর বয়সী ২ যুবক গুরুতর আহত হয়েছে।
২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদেরকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ওমর ফারুকের বোন চাঁদনী আক্তার জানান, আমার ভাই ওমর ফারুক মোটরবাইক মেকানিক। আজ সকালের দিকে বিহারী ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষকালে তারা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ভাই ও লিটনের শরীরে ককটেলের স্প্রিন্টার বিদ্ধ হয়, পরে আমরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
অন্যদিকে মোহাম্মদ লিটন মাংসের দোকানে কর্মচারী। তার শরীরেও অসংখ্য ককটেলের স্প্রিন্টার বিদ্ধ হয়েছে। তাকেও জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবক আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]