
রাজধানীর বনানীর মহাখালী সেতু ভবনের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক মো. জিদান নামে (২০) বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। সেই সঙ্গে এ ঘটনায় বাবুল (৩২) বছর বয়সী ও আরমান (২৫) বছর বয়সী দুইজন আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন আছেন।
২২ অক্টোবর, মঙ্গলবার দিবাগত রাত তিন টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় জিদানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ মোশারফ হোসেন জানান, শেষ রাতের দিকে মহাখালী সেতু ভবনের সামনে দিয়ে তিন যুবক মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় বেপরোয়া একটি কাভার্ডভ্যান বাইককে ধাক্কা দিলে তারা তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জিদানকে মৃত বলে জানান। বাকি দুইজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুইজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
তিনি আরো জানান, নিহত জিদানের বাসা দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লাবাড়ি পূর্ব আগানগর। তার পিতা মোহাম্মদ বিপ্লব হোসেন।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]