
রাজধানীর ভাটারার বসুন্ধরায় গৃহকর্ত্রী কর্তৃক নির্যাতনে কল্পনা নামে (১৩) বছর বয়সী এক কিশোরীকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
১৯ অক্টোবর, শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে তাকে ভর্তি করা হয়।
আহত কল্পনাকে হাসপাতালে নিয়ে আসা তার মা মোসা. আফিয়া জানান, গত পাঁচ বছর ধরে আমার মেয়ে ভাটারার বসুন্ধরা ৩ নং রোডের আই-ব্লকের গৃহকর্ত্রী আদরের বাসায় কাজ করে আসছে। কয়েক মাস মোটামুটি ভালোই ছিল। এরপর থেকে আমার মেয়েকে শারীরিক নির্যাতন খুন্তির ছ্যাঁকা, রুটির বেলুন দিয়ে পেটা, গরম খুন্তির ছ্যাঁকা, মুখমণ্ডলে ছুরি গরম করে ছ্যাঁকা এবং কিলঘুষি মেরে মুখের দাঁতগুলো ভেঙে ফেলে। আমার মেয়ের সামনের অংশে প্রায় ছয়টা দাঁত নেই। গৃহকর্ত্রীর সাথে তার ভাইও আমার মেয়েকে মারধর করতো।
২০ অক্টোবর, রবিবার দুপুর একটার দিকে নির্যাতিত গৃহকর্মী কল্পনাকে দেখতে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন।
তিনি বলেন, যেভাবে মেয়েটিকে নির্যাতন করা হয়েছে একজন সুস্থ মানুষ এ ধরনের নির্যাতন করতে পারেনা। আমাদের দেশে পাঁচ লক্ষের মতো শিশু শ্রমিক হিসেবে বাসা বাড়িতে কাজ করে, যারা এ ধরনের নিষ্ঠুরভাবে শিশু নির্যাতন করে তাদেরকে অবশ্যই আইনে আওতায় আনা হবে।
ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুটির চিকিৎসার প্রয়োজনে হাসপাতালের পক্ষ থেকে পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শিশুটিকে অবজার বেসনে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]