ডিবি হেফাজতে দারোয়ানের মৃত্যু, যা বললেন ডিবি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১৭:১১
ডিবি হেফাজতে দারোয়ানের মৃত্যু, যা বললেন ডিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডিবি হেফাজতে নির্যাতনের পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় যা হয়েছে তা আইন মেনেই হয়েছে বলে দাবি করেছেন ডিএমপির ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ। আলাল উদ্দিন নামের ওই ব্যক্তি রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় একটি বাসার দারোয়ান ছিলেন। তার মৃত্যুর নয়দিন পর প্রতিক্রিয়া দিলেন ডিবিপ্রধান।


আলালকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করলেও তা অস্বীকার করেছে ডিবি। গোয়েন্দা সংস্থাটির প্রধানের ভাষ্যমতে, উত্তরার একটি বাসার দারোয়ান আলালকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে সব নিয়ম মেনেই তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান।


২৪ জুন, শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হারুন এসব কথা বলেন।


আলাল অসুস্থ হয়ে পড়লে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি ছয়-সাত দিন চিকিৎসাধীন ছিলেন জানিয়ে হারুন বলেন, সেখানে তিনি বুকের ব্যথা অনুভব করেন। পরে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে আলাল মারা যান। মৃত্যুর আগে তাকে আদালতে তোলা হয়েছিল বলে দাবি করেন ডিবির প্রধান।


আলালকে কবে আদালতে তোলা হয়েছিল এবং কবে গ্রেফতার দেখানো হয় এ বিষয়ে জানতে চাইলে হারুন কোনো সদুত্তর দিতে পারেননি।


দারোয়ান আলালের মৃত্যুর ঘটনার সময় দেশে ছিলেন না দাবি করে হারুন বলেন, আমি এসে যতটুকু জেনেছি, আইন-কানুন মেনেই, আদালতের অনুমোদন নিয়েই সবকিছু হয়েছে। তিনি যেহেতু অসুস্থ তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছিল।


বিবার্তা/রিয়াদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com