'বাঙালি জাতিসত্ত্বার বিকাশে বইমেলা অপরিহার্য'
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৫
'বাঙালি জাতিসত্ত্বার বিকাশে বইমেলা অপরিহার্য'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল বলেছেন, 'বইমেলা হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট সবার জন্য একটা প্রনোদনার মতো। জাতীয় গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান যা বাঙালি জাতিসত্ত্বার বিকাশে অপরিহার্য। আমাদের জাতীয় উন্নতি ও অর্থনৈতিক ক্ষেত্রেও এ মেলার গুরুত্ব অনেক।'


শনিবার (১১ ফেব্রুয়ারি) বইমেলায় উদ্যোক্তা ও কবি মাহমুদ আল ফাহাদের লেখা কবিতার বই 'সোনালু প্রেম শালুক সংসার'- এর মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বই সম্পর্কে বলতে গিয়ে বলেন, 'যারা কবিতা লিখেন তাদের অনেক নরম ও নিঃষ্কুলশ একটা মন থাকে, সোনালু প্রেম শালুক সংসার এর কবি মাহমুদ আল ফাহাদ তার কবিতার মাধ্যমে মানবতা ছড়াবেন বলে আমাদের বিশ্বাস।'


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রেজাউল আজিম, সহকারী অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ লেখক ও প্রকাশক ও শতাধিক পাঠক শুভানুধ্যায়ী। মোড়ক উন্মোচন করা শেষে সকলে একে একে বক্তব্য রাখেন।


সোনালু প্রেম শালুক সংসার বইটি প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ প্রকাশনী থেকে যার স্টল নাম্বার - ২৩৫-২৩৬।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com