শিরোনাম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘দাওয়াতে ইসলামী’র বৃহত্তর জশনে জুলুস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ১৬:৩৬
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘দাওয়াতে ইসলামী’র বৃহত্তর জশনে জুলুস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী‌তে বৃহত্তর জশনে জুলুস বের ক‌রে‌ছে অরাজ‌নৈ‌তিক সংগঠন ‘দাওয়াত ইসলামী বাংলাদেশ’।


বুধবার (অক্টোবর) সা‌য়েদাবাদ ফয়জা‌নে ম‌দিনা মস‌জিদ থেকে জুলুস‌টি শুরু হয়ে গোলাপবাগ, সায়দাবাদ ব্রিজ, দয়াগঞ্জ মোড়, রাজধানী সুপার মার্কেট হ‌য়ে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে সায়েদাবাদ ফয়জানে মদিনা মস‌জি‌দের সামনে এসে শেষ হয়।


ইয়া নবী সা‌লাম আলাইকা, মোস্তফা জা‌নে রহমত পে লা‌খো সালাম ধ্বনী‌তে, কালিমা খ‌চিত পতাকা নি‌য়ে হাজার হাজার আ‌শে‌কে রাসূল (সা.) জুলু‌সে অংশ নেন। জুলুস শে‌ষে মিলাদ, কেয়াম এবং দেশ জা‌তি ও মুস‌লিম উম্মাহর শা‌ন্তি কামনা ক‌রে মোনাজাত অনু‌ষ্ঠিত হয়।


এরআ‌গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য তু‌লে ধরে মাহ‌ফি‌ল অনু‌ষ্ঠিত হয়। দাওয়া‌তে ইসলামীর ঢাকা বিভাগের সভাপতি নাইমুল হায়দার কাদেরীর সভাপতিত্বে মাহ‌ফি‌লে বক্তব্য রাখেন- মাওলানা জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি, মাহমুদুল রহমান কাদেরী, আলহাজ্ব রিয়াজ আত্তারী, সৈয়দ আলফেসানী আত্তারি, মাওলানা ইমরান আত্তারি, মোঃ মিজান কাদেরী প্রমূখ।


বক্তরা বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার সর্বোত্তম ও সর্ব শ্রেষ্ঠ নেয়ামত। তাই তার শুভাগম‌নে আমাদের সর্বোচ্চ শুকরিয়া জ্ঞাপন করা উচিত। কারণ মহানবী (সা.) না আস‌লে পৃ‌থিবী সৃ‌ষ্টি হ‌তো না।


তারা ব‌লেন, মহানবী হ‌চ্ছেন রাহমাতু‌ল্লিল আ’লামীন। পৃ‌থিবীর সর্ব‌শ্রেষ্ট অসাম্প্রদা‌য়িক চেতনার বা‌তিঘর। তার আদর্শ অনুরসণ ক‌রে এক‌দি‌কে ইসলাম‌কে যেমন সমুন্নত রাখ‌তে হ‌বে, তেম‌নি দে‌শে সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তি বজায় রাখ‌তে হ‌বে।


এদিকে পবিত্র ঈদে মীলাদুন নবী (সা.) উপলক্ষে দা'ওয়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে বিশাল জশনে জুলুস বের করা হয়।


বুধবার প‌শ্চিম দেও‌ভোগ আলা হযরত রোড মাদরাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা থেকেবের হ‌য়ে জুলুস‌টি পু‌লিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয় হ‌য়ে টেনিস ক্লাব এর সামনে এসে সালাতু সালাম মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।


এরআ‌গে জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে দা'ওয়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সভাপতি মাইন উদ্দিন আত্তারী এর সভাপতিত্বে এক আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফয়সাল বিপ্লব, বিশেষ অতিথি ছিলেন দাওয়াত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর সদস্য ও শিক্ষা বিভাগ জিম্মাদার মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি।


বক্তব‌্য রা‌খেন দা'ওয়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম আত্তারি ও নুরুল আমিন আত্তারি।


জুলু‌সে অংশ নেন সরদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হুসাইন আহমদ কাদেরী , হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন কাদেরী, মাওলানা মিনহাজ মাদানী, মাওলানা নাসির মাদানী, মাওলানা মনোয়ার হোসেন মাদানী আত্তারী,মাওলানা গোলাম আক্তার মাদানীসহ বিভিন্ন ধর্মীয় সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।


বিবার্তা/জাহিদ বিপ্লব/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com