
রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ১১৫ কেজি গাঁজাসহ লিটন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৬ মার্চ) বংশালের নিমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগ।
ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ জানান, বংশালের নিমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবির কোতয়ালি জোনাল টিম।
আটক লিটন কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]