শিরোনাম
রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:২২
রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ডেমরার একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার পরে শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।


শনিবার (১৯ ওসওপ্টম্বর) দিবাগত রাত ১২টার দিকে কোনাপাড়া শাহারা স্টিল মিলে এই ঘটনা ঘটে।


দগ্ধদের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন- আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)। জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


দগ্ধ আল আমিন জানান, রাতে তারা নয়জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চার দিকে ছিটকে পড়তে শুরু করে। তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলেও ধাক্কা লেগে পড়ে যান। তখন গলিত লোহা তার ওপর পড়তে থাকে।


তিনি বলেন, আমরা সবসময় যেভাবে কাজ করি, সেভাবে রাতেও কাজ করছিলাম। তবে কেন ভাট্টির ভেতরে বিস্ফোরণ হলো আমি বলতে পারছি না।


শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এ ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আল আমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইমরান হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দু’জন চিকিৎসা নিয়ে চলে গেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com