
রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই কামরুল ইসলাম (৩২) নিহত হয়েছেন।
বুধবার (৩০ ডিসেম্বর) বিমানবন্দর থানার ওসি ফরমান আলী জানান, রাত ১১টার দিকে বিমানবন্দরের এপিবিএন মাঠ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এসআই কামরুল মারা যান।
কোন যানবাহনের ধাক্কায় মারা গেছেন তা জানার চেষ্টা চলছে। তিনি ওই এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
এদিকে গুলশান থানার ওসি আবুল হাসান জানান, এসআই কামরুল গুলশান থানায় কর্মরত ছিলেন। নাইট ডিউটি শেষে করে বুধবার বিকেলেও তিনি থানায় কাজ করেছেন। একপর্যায়ে কাজ শেষে তিনি থানা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ আগে জানতে পারি কামরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এসআই কামরুলকে হাসপাতালের ইর্মাজেন্সিতে আনার পরপরই তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]