শিরোনাম
এবারের ঈদ চ্যালেঞ্জিং ছিল: মেয়র আতিক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২০, ১৯:০৩
এবারের ঈদ চ্যালেঞ্জিং ছিল: মেয়র আতিক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিটি করপোরেশনের কাছে এবারের ঈদ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (৩ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।


আতিকুল ইসলাম বলেন, এই কোরবানির ঈদ ছিল মহামারিকালীন ঈদ। এখানে মহামারির চ্যালেঞ্জ ছিল। সবকিছু মিলিয়ে আমাদের । কিন্তু আমরা মনে করি এই চ্যালেঞ্জিং ঈদের সময় নগরটাকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পেরেছি।


কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য নগরবাসীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি এই ঢাকা শহরে আমরা কোনো ময়লা-আবর্জনা ফেলব না।


আতিকুল ইসলাম ডিএনসিসির সব কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অত্যন্ত পরিশ্রম করে রাতদিন খেটে কোরবানির বর্জ্য অপসারণ করেছেন।


মেয়র বলেন, আপনারা দেখেছেন আমরা প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে ৪০০টি কোরবানি দেয়ার ব্যবস্থা করেছি। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। আমরা মনে করি আগামীতে আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দেবেন এবং আমরা চাই সুন্দর ঢাকা শহর গড়তে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com