শিরোনাম
রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ
প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ১৪:৫৩
রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পরিবার-পরিজনের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বিশেষ করে চাকরিজীবীদের ছুটি আজই শেষ হচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের সোমবার (৩ আগস্ট) থেকে কাজে যোগ দিতে হবে। এজন্য অনেকে ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরত আসছেন।


রবিবার (২ আগস্ট) সকালে রাজধানীর গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায় ঈদ ফেরত মানুষজনের কিছুটা ভিড় রয়েছে। এদের অধিকাংশই সরকারি-বেসরকারি অফিস-আদালতে কর্মরত।


এদিকে যাত্রীদের অভিযোগ, ঢাকায় ফিরতে নির্ধারিত মূল্যের চেয়ে তাদের অতিরিক্ত ভাড়া গুণতে হয়েছে। ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দোলা ইমাদ, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, পদ্মা, ইলিশ, আনন্দ, বিআরটিসিসহ বিভিন্ন পরিবহন থেকে যাত্রীরা নামছেন।


রাজধানীর গোলাপবাগের বাসিন্দা আর ফারুক মিয়া বলেন, পরিবারের সঙ্গে ঈদ করে মাদারীপুর থেকে ঢাকায় ফিরলাম। আগামীকাল (সোমবার) অফিস খুলবে, তাই এসেছি। যাওয়ার ও আসার সময় অতিরিক্ত টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে।


ফুলবাড়িয়া দোল পরিবহনের কাউন্টারের টিকিট মাস্টার আবেদ আলী বলেন, ঢাকায় যাত্রী নামিয়ে খালি গাড়ি চালিয়ে যেতে হয়। রাস্তায় বিভিন্ন নামে খরচ। তাই যাত্রীদের কাছ থেকেই তা আদায় করে নিচ্ছি। বছরের অন্য সময়ের চেয়ে ঈদে বাড়তি যাত্রী থাকে। তাই ঈদের সময় কিছু বাড়তি টাকা নেয়া হচ্ছে।


বিবার্তা/আদনান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com