শিরোনাম
আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে: মেয়র আতিক
প্রকাশ : ০১ আগস্ট ২০২০, ১৯:১০
আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে: মেয়র আতিক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা শহরকে রক্ষা করতে হলে নাগরিকদের মানসিকতা পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।


শনিবার (১ আগস্ট) রাজধানীর বসিলার সাদিক এগ্রোতে ডিএনসিসি ডিজিটাল হাটের কোরবানির পশু জবাই ও প্রসেসিংয়ের স্থান (স্লটারিং হাউজ) পরিদর্শনকালে মেয়র এ মন্তব্য করেন।


তিনি বলেন,এবার কোরবানির বর্জ্য ফেলার জন্য ২৫৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। কিন্তু কেউই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলছেন না।যা খুবই দুঃখ জনক।


মেয়র আরো বলেন, আপনারা সবাই কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন। শহরটিকে রক্ষা করতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। শহর পরিষ্কার রাখা খুবই চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জ তখনই সার্থক হবে, যখন আমরা সবাই একসঙ্গে কাজ করব।


ডিজিটাল স্লটারিং হাউজে এবার ৪শ’ গরু কোরবানি দেয়া হয়েছে বলে জানান আতিক। তিনি বলেন, এটি খুবই চ্যালেঞ্জিং ছিল। ডিএনসিসির ইতিহাসে এবারই এভাবে গরু কোরবানি দেয়া হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com