শিরোনাম
করোনাকালে চাকরি হারানোর হতাশায় আত্মহত্যা!
প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৭:০৭
করোনাকালে চাকরি হারানোর হতাশায় আত্মহত্যা!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাকালে চাকরি হারিয়ে অভাব-অনটনে পড়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন রাজধানীর পল্লবীর এক বাসিন্দা।


অন্যদিকে চকবাজারে আসিয়া আক্তার শান্তা (২১) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার (৪ জুলাই) দুপুরে মর্গে পাঠিয়েছে পুলিশ।


পল্লবী থানার এসআই নুরে আলম জানান, স্ত্রী ও দুই সন্তানসহ মিরপুর ১১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৫ নম্বর রোডের ৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন আনোয়ার হোসেন মান্নান (৪৫)। তিনি মিরপুর ১০ নম্বর সেকশনের একটি গার্মেন্টসে চাকরি করতেন। করোনার কারণে গত ১০/১৫ দিন আগে তার চাকরি চলে যায়। অভাব-অনটন ও মানসিক চাপে থাকা আনোয়ার গত ১ জুলাই নিজ বাসায় কীটনাশক পান করেন।


গুরুতর অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। সেখানে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।


অন্যদিকে চকবাজারের খাজেদেওয়ান ১ম লেনের ২৮ নম্বর বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন আসিয়া আক্তার শান্তা।


চকবাজার থানার এসআই মাসুদুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন আসিয়া ও তার স্বামী আরিফুল। ভোর রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান তার স্বামী।


খবর পেয়ে সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।


এসআই মাসুদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি আসিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com