শিরোনাম
৭ লক্ষ ৫০ হাজার বর্গফুট এলাকায়
ওয়াটার ব্রাউজারের সাহায্যে ডিএনসিসির জীবাণুনাশক স্প্রে
প্রকাশ : ২৪ মার্চ ২০২০, ১৪:৫৩
ওয়াটার ব্রাউজারের সাহায্যে ডিএনসিসির জীবাণুনাশক স্প্রে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমন রোধে সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে এবং উন্মুক্ত স্থানে ওয়াটার ব্রাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।



ডিএনসিসির প্রায় ৭ লক্ষ ৫০ হাজার বর্গফুট এলাকায় ৩টি ওয়াটার ব্রাউজারে মোট ৫০ হাজার লিটার তরল জীবাণুনাশক স্প্রে করা হয়।



এলাকাগুলো হচ্ছে কারওয়ান বাজার, মিরপুর টোলারবাগ, কুয়েত-মৈত্রী হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, শিশু হাসপাতাল হৃদরোগ হাসপাতাল এবং সংলগ্ন স্থান। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করা অব্যাহত রয়েছে।



এছাড়া মোহাম্মদপুর ৩১ নম্বর ওয়ার্ডে ১৬টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com