শিরোনাম
ইশতেহার ঘোষণা করেছেন কাউন্সিলর প্রার্থী আসাদ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:০৭
ইশতেহার ঘোষণা করেছেন কাউন্সিলর প্রার্থী আসাদ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ তার নির্বাচনী ইশতেহার ‘স্বপ্নযাত্রা’ ঘোষণা করেছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।


সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান আসাদ বলেন, ঢাকা দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। কেননা, এ এলাকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘরের মত প্রতিষ্ঠান। রয়েছে শাহবাগ, বাংলামোটরসহ গুরুত্বপূর্ণ এলাকা। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। কাজেই এ এলাকা আমার এলাকা। এ এলাকার প্রতিটি অলি-গলি আমার ভালো করে চেনা-জানা। পাশাপাশি এ এলাকার প্রতিটি সংকটও আমার চোখে দৃশ্যমান।


তিনি বলেন, এ ওয়ার্ডটি গুরুত্বপূর্ণ হলেও এখানের অধিবাসীরা অনেক ক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত। বিভিন্ন ক্ষেত্রে তাদের জনদুর্ভোগ-দুর্দশা আমাকে ভাবিয়ে তুলেছে। এজন্য আমি এ ওয়ার্ডকে আধুনিক প্রযুক্তিনির্ভর মাদকমুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে নির্বাচনে অংশ নিয়েছি।


তিনি আরো বলেন, আমার নির্বাচনী ইশতেহারের নাম ‘স্বপ্নযাত্রা’। আর নির্বাচনী মার্কা লাটিম। জনগণের ভোটে লাটিয় মার্কায় বিজয়ী হতে পারলে এ ইশতেহার বাস্তবায়ন করে আমি ওয়ার্ডের সেবক হতে চাই।


এসময় তিনি তার ইশতেহারে ঘোষণা করেন।তার ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে-


১.আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা


২.ওয়ার্ডে সিকিউরিটি গেইট নির্মাণ


৩. পাবলিক টয়লেট স্থাপন


৪. গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন


৫.ওয়ার্ডকে আলোকসজ্জা করা


৬. যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন


৭.অভিভাবক ছাউনি নির্মাণ



৮.মিনি শিশু পার্ক স্থাপন


৯. আইল্যান্ড ও ফুটপাতের সৌন্দর্য বর্ধন


১০.মাদক নিরসনে পদক্ষেপ গ্রহণ


১১.যানজট নিরসন


১২.মশক নিধন


১৩.নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ


১৪. সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ


১৫. বিনোদন, মানসিক স্বাস্থ্য ও শারীরিক বিকাশে সুযোগ বৃদ্ধি



১৬. নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন


১৭. সুপেয় পানি


১৮. দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট


সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামাল সোহাগ, ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, শাহবাগ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com