শিরোনাম
খেলার মাঠগুলোকে পুনরুদ্ধার করবোই: আতিক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৪:৩৫
খেলার মাঠগুলোকে পুনরুদ্ধার করবোই: আতিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, যদি আগামী ১ ফেব্রুয়ারিতে জনগণের ভোটে বিজয়ী হতে পারি তাহলে হারানো ঐতিহ্যখেলার মাঠগুলোকে পুনরুদ্ধার করবোই। এটির কোন বিকল্প নাই।


শুক্রবার ( ২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর গুলশান ২ ইয়ুথ ক্লাব আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, অনেকদিন পর আজকে ক্রিকেট খেললাম। খেললে খেলা যাবে। আজকে ৪ মেরেছি, ছক্কাও মারা যাবে ইনশা আল্লাহ। খেলাধুলায় কি যে আনন্দ, কি যে স্পীড সেটা বলে বুঝানো যাবে না। আমি গুলশান ইয়োর্থ ক্লাবকে তরুণদের খেলাধুলার জন্য সুযোগ করে দেয়ায় ধন্যবাদ জানাই।


তিনি বলেন, আমাদের যুবসমাজ ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। যুব সমাজকে মাদকমুক্ত করতে হলে, সন্ত্রাসমুক্ত করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদককে আমাদের না বলতে হবে। এজন্য আমাদের মাদকমুক্ত থাকতে খেলার মাঠে আসতে হবে।


উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, যে মাঠগুলো আছে আপনারা জানলে খুশি হবেন, আমরা ২৪টি টার্ক ও মাঠের কাজ হাতে নিয়েছি। অনেকগুলো মাঠকে মাল্টিপারপাস মাঠ হিসেবে গড়ে তোলা হবে। অর্থাৎ এখানে ক্রিকেট, ফুটবলসহ সব খেলা যাবে। রাতেও মাঠের জন্য সাফিসিয়েন লাইট দেয়া হবে। মাঠকে সিসিটিভি ফুটেজের আওতায় আনা হবে। পরিবারসহ যাতে সবাই খেলতে পারে, সেরকম পরিবেশ তৈরি করা হবে।


আতিকুল বলেন, আমি মনে করি, বাচ্চাদের, তরুণদের খেলার জন্য মাঠ দিতে হবে। নির্বাচিত হলে সিটি করপোরেশন থেকে মাঠের ব্যবস্থা করা হবে। স্কুলগুলোতে আমরা কর্পোরেট টুর্ণামেন্ট আয়োজন করবো। মেয়েদের জন্য টুর্ণামেন্ট থাকবে। ফুটবল, ক্রিকেট, বলিবল, ভাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে, এসব খেলাগুলোকে নিয়ে আসা হবে।


মেয়র প্রার্থী আতিক বলেন, আজকের খেলাটা এখানে প্রতীকী। বাস্তবে আমি নিজে একজন খেলাপ্রেমী মানুষ। আমার স্বাস্থ্য ঠিক থাকার কারণ খেলাধুলা। এখনো রাতে উত্তরাতে ফুটবল না খেলে আমি বাসায় যাই না। আমি আমার সব এনার্জি খেলাধুলার মাঝে পাই। কাজেই আমি জনগণের ভোটে নির্বাচিত হলে খেলাপ্রেমী হিসেবে খেলাকে প্রাধান্য দেবো।


এসময় উপস্থিত ছিলেন উক্ত এলাকার কাউন্সিলর প্রার্থী মুক্তিযোদ্ধা হাজী মোঃ মফিজুর রহমানসহ আওয়ামীলীগ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।


বিবার্তা/আদনান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com