শিরোনাম
আজ শুরু বিজিএমইএ ভবন ভাঙার কাজ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ০৯:০৮
আজ শুরু বিজিএমইএ ভবন ভাঙার কাজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর হাতিরঝিলের বহুল আলোচিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে বুধবার (২২ জানুয়ারি)। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভবনটি ভাঙার কাজ শুরু করবেন।


ঠিকাদারি প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজই শেষ পর্যন্ত ভবনটি ভাঙার কাজ করছে। সর্বোচ্চ দরদাতা মেসার্স সালাম অ্যান্ড ব্রাদার্সের অপারগতায় এই প্রতিষ্ঠানকে কাজটি দেয়া হয়।


জলাধার আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ আদালত ১৫ তলা বিশিষ্ট বিজিএমইএ ভবন ভাঙার আদেশ দেয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গত এপ্রিলে ভবনটি ভাঙা এবং ভবনের ব্যবহারযোগ্য মালপত্র কিনতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করে।


এর আগে বিজিএমইএ ভবনকে হাতিরঝিল প্রকল্পের ‘ক্যান্সার’ আখ্যায়িত করে হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে তা ভেঙে ফেলার নির্দেশ দেন। আপিলে নিজেদের পক্ষে রায় না পাওয়ার পর ভবনটির মূল মালিক তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ তিন দফা সময় প্রার্থনা করে।


গত ১২ এপ্রিল আদালতের দেয়া সর্বশেষ সময়সীমা শেষ হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com