শিরোনাম
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ২৭ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:২৮
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ২৭ লাখ টাকা জরিমানা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের ২৭ লাখ ২৫ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়া ৬ হাজার ২৫৪টি মামলা এবং ৪৩টি গাড়ি ডাম্পিং ও ৮০৪টি গাড়ি রেকার করা হয়েছে।


বুধবার (১৬ অক্টোবর) দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।


ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৪৪টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৪টি, উল্টোপথে গাড়ি চালানোর জন্য ৭৮৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর কারণে ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে।


এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৯৪৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৬০টি মামলা করা হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com