শিরোনাম
পুরান ঢাকায় অভিযান, ৮০ টন চোরাই ফেব্রিকস জব্দ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ০৯:৩১
পুরান ঢাকায় অভিযান, ৮০ টন চোরাই ফেব্রিকস জব্দ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুরান ঢাকার ইসলামপুর এলাকার গুলশান আরা সিটিতে অভিযান চালিয়ে ৫ম তলার ৫টি গুদাম থেকে ৮০টন বন্ডেড চোরাই ফেব্রিকস আটক করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।


ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন সোমবার (১৪ অক্টোবর) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, কাস্টমস বন্ডের উপ-কমিশনার রেজভী আহম্মেদ, উপ-কমিশনার ফখরুল আমিন চৌধুরী, সহকারী কমিশনার আল আমিন এবং সহকারী কমিশনার আকতার হোসেন অভিযানের নেতৃত্ব দেন।


অভিযানে কাস্টমস বন্ডের প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়। এছাড়াও ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও সিআইডি পুলিশ এই অভিযানে সহায়তা করেন। ইসলামপুর এলাকায় অবস্থিত গুলশান আরা সিটিতে ৫ম তলার ৫টি গুদাম থেকে ৮০টন বন্ডেড চোরাই ফেব্রিক্স মজুদ পাওয়া যায়।


এসব ফেব্রিকস বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিপূর্বক বিদেশে রপ্তানির পরিবর্তে অবৈধভাবে ইসলামপুরের বিভিন্ন পাইকারি বাজারে বিক্রি করে দেয়া হয়েছে।


আল আমিন জানান, জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি টাকা। আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস বন্ড আইনে ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য, এর আগেও ইসলামপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বন্ডেড পণ্য আটক করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com