শিরোনাম
রাজউক কর্মকর্তার মাতলামির ভিডিও ভাইরাল
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ২০:৪০
রাজউক কর্মকর্তার মাতলামির ভিডিও ভাইরাল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অর্ধনগ্ন ও মদ্যপ অবস্থায় গানের সঙ্গে এক ব্যক্তির নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। গানের এক পর্যায়ে সেখানে ওই ব্যক্তির সাথে এক নারীকেও নাচতে দেখা গেছে।


সোমবার (৭ অক্টোবর) থেকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।


খোঁজ নিয়ে জানা গেছে, অর্ধনগ্ন ও মদ্যপ অবস্থায় নাচতে থাকা ওই ব্যক্তিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মকর্তা এবং ভাইরাল ভিডিওটি দীর্ঘ ৫ বছর আগেকার।


এদিকে, একটি কুচক্রী মহল বিভিন্নজনের নামে ভিডিওটি বলে প্রচার করছে। তাদের আসলে মূল উদ্দেশ্যে এসব মানুষের সম্মানহানি করা। প্রকৃতপক্ষে ওই ব্যক্তিটি রাজউকের একজন কর্মকর্তা। কিন্তু সেই ব্যক্তিকে না জড়িয়ে কিছু মানুষ তাদের হেন উদ্দেশ্যে চরিতার্থ করার স্বার্থে বিভিন্নজনের ভিডিও বলে কুৎসা রটাচ্ছে।


গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ওই ব্যক্তি রাজউকের কর্মকর্তা এবং রেজাউর রহমান নামের এক ভুয়া পাইলটের ফেক আইডি থেকে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তারা বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলেও জানিয়েছে গোয়েন্দা সংস্থা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com