শিরোনাম
রাজধানীতে চালু হয়েছে ৬টি সুপার হোস্টেল
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ১০:১৬
রাজধানীতে চালু হয়েছে ৬টি সুপার হোস্টেল
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্যাচেলরদের এখন আর বাসা খোঁজার বিড়ম্বনা নেই। রাজধানীতে তাদের জন্য রেডিমেড বাসার সেবা দিচ্ছে চীনা প্রতিষ্ঠান নিউওয়েজ। এক ছাদের নীচে কমপক্ষে দেড়শো ব্যাচেলর বাস করছেন এ সুপার হোস্টেলে। থাকা, খাওয়া, বিনোদন সব কিছুরই আয়োজন রেখেছে প্রতিষ্ঠানটি।


সরকারি হিসেবে রাজধানীর জনসংখ্যা দেড় কোটিরও বেশি। এর মধ্যে অবিবাহিত চাকরিজীবি এবং শিক্ষার্থী অন্তত ১০ লাখ। মফস্বল থেকে ঢাকায় পড়াশোনা অথবা চাকরির জন্য আসা ব্যাচেলরদের থাকার সমস্যা দীর্ঘদিনের।


এটিকে ব্যবসার সুযোগ হিসেবে বেছে নিয়েছে নিউওয়েজ ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি রাজধানীতে ৬টি অত্যাধুনিক হোস্টেল চালু করেছে এর মধ্যে একটি নারীদের জন্য। এগুলোর নাম দেয়া হয়েছে সুপার হোস্টেল। মাসে সাত ও আট হাজার টাকার দুটি প্যাকেজে পাওয়া যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত রুম। সাথে খাওয়া ও জিমসহ ২৫ সেবা।


এখানে থাকছেন অনেক বিদেশি শিক্ষার্থীও। সদস্যদের কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দেয়ারও ব্যবস্থা আছে।


সুপার হোস্টেলের উদ্যোক্তা জিমি জ্যাং বললেন, ব্যবসার পাশাপাশি ব্যাচেলরদের সুবিধাও হচ্ছে।


আগামী ৩ বছরে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত একশ সুপার হোস্টেল তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com