শিক্ষাঙ্গনে ভয়-ভীতিহীন ও সুষ্ঠু পরিবেশসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের স্লোগানে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা শহরের উপজেলা সংলগ্ন মাঠ থেকে মিছিলটি প্রধান সড়ক ঘুরে চেঙ্গি এস্কয়ারে গিয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশ থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. সোহেল রানার পুনঃনিয়োগ বাতিল ও শিক্ষক হিসেবে অবাঞ্ছিত ঘোষণা করে অতিদ্রুত বরখাস্ত করার দাবিতে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাধারণ শিক্ষার্থী মিত্র চাকমা, তুইসা চাকমা, সরজ্ঞা চাকমা প্রমুখ।
পরে তারা খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।
উল্লেখ যে,২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে ধর্ষণের চেষ্টায় করে মো. সোহেল রানা। ২০২১ সালে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২১ সালের ৩ মার্চ ঢাকার শেরে বাংলা এলাকা থেকে ঐ শিক্ষককে পুলিশ আটক করে।
বিবার্তা/আল-মামুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]