শিরোনাম
পুলিশকে গুলি : গ্রেফতার আরো ৩
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪২
পুলিশকে গুলি : গ্রেফতার আরো ৩
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের পাঁচলাইশ থানার দু’নম্বর গেট এলাকায় তল্লাশি চৌকিতে পুলিশের উপর গুলি বর্ষণের ঘটনায় আরো তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন - আয়মান জিহাদ, মাহী ও মোহাম্মদ খোকন। এ নিয়ে ওই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হলো।


চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ খোকন সরাসরি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচলাইশ থানার এএসআই আবদুল মালেক পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।


পুলিশ জানায়, শুক্রবার ঘটনার দিন ঘটনাস্থল থেকে মোহাম্মদ হাকিম অভিকে গ্রেফতার করা হয়। তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে পরদিন শনিবার ভোরে নগরীর মুরাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই এসএসসি পরীক্ষার্থীকে।


এরপর রবিবার সকালে আনোয়ারা উপজেলা থেকে দুইজন এবং নগরীর রহমান নগর এলাকা থেকে অপর একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই মোটরসাইকেল নিয়ে অপরাধ সংগঠনের জন্য যাচ্ছিল বলে পুলিশ তথ্য পেয়েছে।


পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পুলিশ চেকপোস্টে পুলিশের উপর গুলিবর্ষণের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।


বিবার্তা/তৌহিদ/সোহান


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com