শিরোনাম
পুলিশকে গুলি : উঠতি কিশোর অপরাধীরা জড়িত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৫
পুলিশকে গুলি : উঠতি কিশোর অপরাধীরা জড়িত
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীর চেকপোস্টে পুলিশ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় উঠতি কিশোর অপরাধীরা জড়িত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।


এ ঘটনায় জড়িত একজনকে আটকের পাশাপাশি দুটি মটরসাইকেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট এলাকার চেকপোস্টে এ ঘটনা ঘটেছে।


গুলিবিদ্ধ পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনাস্থল থেকে আটক হয়েছেন মো. হাকিম নামের ১৮ বছরের এক তরুণ।


চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, শুক্রবার বিকালে নগরীর দুই নম্বর গেট এলাকার চেকপোস্টে একটি মটরসাইকেলকে থামানোর নির্দেশ দেয় পুলিশ সদস্যরা। তল্লাশি চালানোর আগেই এএসআই আব্দুল মালেককে লক্ষ করে মটরসাইকেল আরোহীরা গুলি করে। ঘটনাস্থল থেকে ওই দুই মটরসাইকেল এবং হামলাকারীদের একজনকে আটক করেন সেখানে দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা।


তিনি বলেন, হামলাকারীরা পাঁচজন ছিলেন। সবার বয়স ১৮ থেকে ১৯। পলাতক চারজনকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। আটক হাকিমকে জিজ্ঞাসাবাদ চলছে।


এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, হামলাকারীরা উঠতি কিশোর অপরাধী। রাজনৈতিক ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে বলে ধারণা করছি। জড়িত অন্যদের গ্রেফতারের পর বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/তৌহিদ/সোহান


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com