জাজিরায় সংঘবদ্ধ নারী চোরচক্রের ৩ সদস্য আটক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৬:৫২
জাজিরায় সংঘবদ্ধ নারী চোরচক্রের ৩ সদস্য আটক
শরীয়তপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরের জাজিরা উপজেলার পুরাতন বাজার এলাকায় সংঘবদ্ধ নারী চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।


আটককৃতদের মধ্যে দুইজন ননদ ও একজন তাদের ভাবী। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের ফুরুক মিয়ার মেয়ে রোজিনা (২৫), হামিদা (২০) এবং তাদের ভাবী মৃত সেলিমের মেয়ে লিজা আক্তার।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার জবর আলী আকন কান্দির প্রবাসী দিদার আকনের স্ত্রী ঝর্ণা আক্তার বুধবার সকালে বাবার বাড়ি বিকেনগরের আনন্দবাজার থেকে অটোভ্যানে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে ওই তিন নারী যাত্রী সেজে একই গাড়িতে ওঠেন। কিছুক্ষণ পর ভাঙা রাস্তার অজুহাতে তারা ঝর্ণার শরীরে হাত দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঝর্ণা আক্তার বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে জাজিরা পুরাতন বাজারে গাড়ি থামিয়ে স্থানীয়দের সহায়তায় তিনজনকেই আটক করেন এবং জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।


জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন,আটককৃত নারীরা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/রোমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com