
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আজকে যারা নন-ইস্যুকে ইস্যু করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য বিএনপির বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে তাদের মুখোশ আমরা উন্মোচন করব । যেটা আমাদের রক্ত ক্ষরণ করেছে। আমরা অনেক ধৈর্য, সহিষ্ণুতার পরিচয় দিয়েছি। তারা গাঁয়ে পা দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চায়।
২০ জুলাই, রবিবার দুপুরে নরসিংদীর বাসাইল এলাকায় ঢাকা—সিলেট মহাসড়কের পাশে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের সামনে জেলা কৃষকদলের উদ্যোগে জুলাই আগষ্ট গণঅভ্যূত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খোকন বলেন, বিএনপি হল জনগণের দল। বিএনপি অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এসেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই ১৬ বছর নেতাকর্মীরা অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি এদেশের জনগণের কল্যাণে কাজ করেছে। কোন ভয়, ভীতি, হুমকি দিয়ে লাভ হবে না। বিএনপি হল ধ্বংস স্তূপ থেকে উঠে আসা একটি দল। কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের জনক ছিলেন। পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তাই ফলজ, বনজ, ঔষধি গাছ রোপন করে আমরা পরিবেশ রক্ষা করবো। যার যার বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপন করে পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে আসবেন।
নরসিংদী জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বিজি রশিদ নওশের, গোলাম কবির কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী শহর বিএনপির সাধারন সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম শাহেনশা, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েল, জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুদা আক্তারসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
পরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন দলের নেতৃবৃন্দকে নিয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]