
শরীয়তপুর সখিপুর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম কায়কোবাদ এর বাড়ির বাড়ির সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটে ককটেল (হাতবোমা) বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ৩ টার দিকে সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের যুবদল নেতা আমিনুল ইসলাম কায়কোবাদের বাড়ির সামনে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ফ্লোরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমিনুল ইসলাম কায়কোবাদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মঙ্গলবার রাতের ঘটনায় দুর্বৃত্তরা তার বাড়ির স্কুলের সামনে দুইটি ককটেল নিক্ষেপ করে এবং পরপর বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় পুলিশ এখনো নিশ্চিত হতে পারে নাই।
আমিনুল ইসলাম কায়কোবাদ বলেন, ‘রাতে কে বা কারা আমার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা বুঝতে পারিনি। দুষ্কৃতিকারীরা আতঙ্কে সৃষ্টি করার জন্য এঘটনা ঘটাতে পারে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুর রহমান বলেন, যুবদল নেতা আমিনুল ইসলাম কায়কোবাদ এমন একটি তথ্য জানায়, এখনো নিশ্চিত হতে পারিনি ওইটা ককটেল কিনা। এখানে সারারাত গাড়ি চলে মোটরসাইকেলের টাওয়া ও ব্লাষ্ট হতে পারে। ঘটনাস্থল গিয়ে তদন্ত করে জানাতে পারবো, প্রকৃত ঘটনা কি।
বিবার্তা/আকন্দ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]