
সাভারে সরকারি জমি দখলদারদের উচ্ছেদের নোটিশ দেওয়ায় রাজফুলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ তিন জনের উপর হামলা করা হয়েছে। পরে স্থানীয় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির, বিএনপি নেতা বাহার ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় এঘটনায় ঘটে।
এলাকাবাসী জানায়, ওই এলাকায় প্রায় নব্বই বিঘা ঘাস জমিতে অনেক বছর ধরে বেশ কয়েকটি পরিবার বসবাস করে আসছিলো।
পরে বিকেলে রাজফুলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুল করিম ও অফিস সহায়ক শাহরিয়ার আলম আকাশ হাইকোর্টের নির্দেশে উচ্ছেদের নোটিশ করতে যান সেখানে। এসময় নোটিশ করতে যাওয়ায় খাস জমিতে বসবাসকারী নারী ও পুরুষরা তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে হামলা চালায়। এসময় হামলায় আহত হন রাজফুলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম,সার্ভেয়ার আব্দুল করিম ও অফিস সহায়ক শাহরিয়ার আলম আকাশ। পরে
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হলেও রাজফুলবাড়িয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এখনো ভর্তি আছেন ।তার চিকিৎসা সেবা এখনও চলছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে আসামিদের আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]