গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২১:২৭
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার
গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।


মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


জানা গেছে, প্রধান আতাউর রহমান বাবলু উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সর্বশেষ বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।


পুলিশ জানায়, ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও মারপিটের ঘটনায় গত ৩ অক্টোবর এবং ২০১৪ সালের ১৫ এপ্রিল জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর হামলা, মারপিট ও কর্কটেল নিক্ষেপের ঘটনায় গত ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় মামলা পৃথক দুটি মামলা দায়ের হয়। এ মামলা দুইটিতে অন্যান্য আসামিদের সাথে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুকেও আসামি করা হয়। এর আগে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন প্রধান আতাউর রহমান বাবলু।


গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে তার উপস্থিতি জানতে পেরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলা শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/সিদ্দিক/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com