
ফেনীতে ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি স্থান ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যানচলাচল। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে করে যাতায়াত করছেন সাধারণ মানুষ।
বুধবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙনে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট থেকে ফুলগাজী পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বন্ধ রয়েছে যানচলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গন্তব্যে ছোটা মানুষ।
পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে ফুলগাজী থেকে ফেনীর উদ্দেশে যাচ্ছেন রাহেনা আক্তার। তিনি বলেন, ‘রাস্তায় ট্রাক-ট্রলি ছাড়া আর কোনো যানবাহন নেই। চিকিৎসার প্রয়োজনে শহরের উদ্দেশে রওনা দিয়েছি। ভাড়া সিএনজি অটোরিকশার চেয়ে অনেক বেশি নিচ্ছে। ঝুঁকি থাকলেও নিরুপায় হয়ে যাচ্ছি।’
মো. লিংকন নামে ট্রাকের আরেক যাত্রী বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে পানি বাড়ছে। ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রয়োজনের তাগিদে বাড়তি ভাড়া ও ঝুঁকি নিয়ে যাতায়াত করছি।
মফিজুল ইসলাম নামে এক পিকআপের চালক বলেন, সড়কের অনেক স্থানে পানি থাকায় রাস্তায় সিএনজি অটোরিকশাসহ যানচলাচল বন্ধ রয়েছে। ভাড়া সিএনজি অটোরিকশার চেয়ে ৫০-৭০ টাকা বেশি নিচ্ছি। বড় গাড়িতে মানুষদের গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]