ফুলবাড়ী কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:০১
ফুলবাড়ী কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রিয়জনের কবর রক্ষারসহ ঐতিহ্যবাহী কানাহার কবরস্থান রক্ষার দাবিতে স্থানীয় ১০ গ্রামের মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


ফুলবাড়ি থানা ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক মো.হামিদুল হক, পৌর বিএনপির সহ সভাপতি মন্তজ আলী চৌধুরী, পৌর যুবদলের সদস্য ও সাবেক কমিশনার আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব ও ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.হারুন উর রশীদ, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির আাহবায়ক এম্এ কাইয়ুম আনছারী, সাবেক প্যানেল মেয়র নুরজ্জামান জামান সহ অনেকে।


মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বাপ, দাদাসহ প্রিয়জনেরর কবর গুলো কানাহার পুুকুরের পানির ঢেউয়ে ভেঙ্গে ভেঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে কবরস্থানটিতে কবর দেওয়ার জায়গা সংকট দেখা দিয়েছে। তাই অতিদ্রুত কানাহার পুকুরে গাইডওয়াল দিয়ে কানাহার কবরস্থানে থাকা প্রিয়জনের কবরগুলো রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।


উল্লেখ্য: মানববন্ধনে বক্তারা বলেন, ৯ একর ৪০ শতক কানাহার পুকুরের জলমহল ও সেই পুকুরের পাড় ২ একর ৯০ শতক ফুলবাড়ীর কেন্দ্রীয় কবরস্থান। পুকুরের পানির ঢেউয়ে কবরস্থানের প্রায় ১ একর জায়গা পুকুরে গিলে ফেলেছে। সেই জায়গা উদ্ধার ও কবরস্থান রক্ষা ও সংস্কারের দাবিতে এ্ই মানববন্ধন।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com