
পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে হচ্ছে দেশের সবচেয়ে বড় উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড, যেখানে উড়বে বাংলাদেশের লাল সবুজ পতাকা। এই পয়েন্টে ভারতীয় প্রান্তে প্রায় ১০০ ফিট উচ্চতার একটি ফ্ল্যাগস্ট্যান্ডে ভারতীয় পতাকা ওড়ানো হলেও বাংলাদেশের প্রান্তে বড় কোনো ফ্ল্যাগ স্ট্যান্ড ছিল না।
পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে তরুণদের দাবি ছিল বাংলাদেশ প্রান্তেও যেন ভারতের চেয়েও উঁচু উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড স্থাপন করে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ানো হয়। অবশেষে সেটির বাস্তবায়নে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়৷ ওই ফ্ল্যাগস্ট্যান্ডটির উচ্চতা হচ্ছে ১৪০ ফিট, যা দেশের মধ্যে সবচেয়ে উঁচু ফ্ল্যাগস্ট্যান্ড।
শনিবার (১৯ এপ্রিল) সকালে এই ফ্ল্যাগ স্ট্যান্ডটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এসময় তিনি বলেন, বাংলাদেশের অপর প্রান্তে ভারতীয় সীমান্তে ২৪ ঘণ্টাই ভারতীয় পতাকা উড়াতে দেখতে পাই। পঞ্চগড়ের মানুষের দাবি ছিল বাংলাবান্ধা সীমান্তে যেন ভারতের চেয়েও উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড করা হয়, যেখানে উড়বে আমাদের প্রাণের পতাকা, জাতীয় পতাকা আকাশে উড়বে। ফ্ল্যাগ স্ট্যান্ডটি বাস্তবায়ন হলে পঞ্চগড়ের মানুষের দাবি পূরণ হবে।
এসময় বৈষম্যশবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপি নেতা ও তেতুলিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]