
মৃত্যুর সংবাদে পেয়ে ইজিবাইকে করে আত্মীয় বাড়িতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় ইজিবাইক যাত্রী সিয়ামের বাবাসহ আরও তিনজন হয়েছেন।
১৯ এপ্রিল, শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে সাহা বাড়ীর পুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোরেলগঞ্জের মহিশপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই তমিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে মজিবর রহমান গাজী তার এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে মোরেলগঞ্জের তেলীগাতী থেকে ইজিবাইক ভাড়া করে পিরোজপুর যাচ্ছিল। সকাল ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাহা বাড়ির পুল এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম গাজী নিহত হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহত সিয়াম গাজীর বাবা মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পী ও অপর এক যাত্রী আহত হয়েছেন।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]