নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৫৯
নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিল্পনগরী নরসিংদীতে পর্যাপ্ত রেলসেবা প্রদানের দাবি জানিয়েছে নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরাম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলসচিব ফাহিমুল ইসলামের বরাবর লিখিত আবেদনের মাধ্যমে নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েলের নেতৃত্বে যাত্রীরা এ দাবি জানান।


আবেদনে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতিসহ পর্যাপ্ত আসন ও সম্প্রতি চালু হওয়া নরসিংদী কমিউটারের বিরাজমান সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন তারা।


নিয়মিত যাতায়াত করা ট্রেনযাত্রীরা জানান, রাজধানীর অদূরের শিল্পশহর নরসিংদী জেলা হতে প্রতিনিয়ত শত শত ব্যবসায়ী, চাকুরিজীবী ও শিক্ষার্থীরা ঢাকাসহ চট্রগ্রাম ও সিলেট যাতায়াত করেন। কিন্তু দৈনিক ৩ হাজারেরও বেশি যাত্রী চাহিদার বিপরীতে নরসিংদী রেলস্টেশনে আন্ত:নগর ট্রেনের পর্যাপ্ত যাত্রাবিরতি ও আসন নেই। এতে প্রতিনিয়ত বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। যাত্রী দুর্ভোগ দূরকরণের জন্য নরসিংদী স্টেশনে আন্তঃনগর মহানগর প্রভাতি, গোধূলি, পারাবত, তৃর্ণা ও উপবন (৭৪০) ট্রেন সমূহের যাত্রাবিরতি প্রয়োজন।


এছাড়া সম্প্রতি নরসিংদীর যাত্রীদের সুবিধার্থে নরসিংদী কমিউটার চালু করা হলেও যাত্রীদের ভোগান্তির অবসান হয়নি। নরসিংদী কমিউটারের প্রারম্ভিক স্টেশন ভৈরব হওয়ায় সেখান থেকেই ৮০ ভাগ যাত্রী সিটে বসে যাতায়াত করছেন। দৌলতকান্দি ও মেথিকান্দার পর বাকি আসনগুলোও ফিলাপ হয়ে যাচ্ছে। ফলে নরসিংদী স্টেশনের ৫০০ যাত্রীর কেউ সিটে বসে ঢাকা যাতায়াত করতে পারছেন না। এ সমস্যা দূরীকরণে প্রতিটি স্টেশনে আসন ভিত্তিক টিকেট বরাদ্দ করা উচিত।


নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল জানান, নরসিংদী কমিউটার চালু করা হলেও আসন না পাওয়ায় নরসিংদীবাসী আপন ঘরে পরবাসীর মত অবস্থায় যাতায়াত করছেন। এছাড়া প্রতিদিন ট্রেনটিকে টঙ্গীতে বসিয়ে রেখে এগারো সিন্ধুরকে পাস দেওয়া হয়। তাই নরসিংদী কমিউটার-৪ এর সময়সূচিতে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। এছাড়া নরসিংদী স্টেশন যে কয়টি আন্তঃনগরের স্টপেজ রয়েছে সেগুলোর আসন সংখ্যা খুবই অপ্রতুল। এসব সমস্যা সমাধানের জন্য আমরা লিখিত আবেদন জানিয়েছি।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com