ফেনীতে মাথায় কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীদের গণমিছিল
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৫৭
ফেনীতে মাথায় কাফনের কাপড় বেঁধে শিক্ষার্থীদের গণমিছিল
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিলসহ ছয় দফা দাবিতে ফেনীতে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।


১৮ এপ্রিল, শুক্রবার বাদ জুম'আ ফেনী পলিটেকনিক জামে মসজিদের সামনে থেকে একটি গণমিছিল শুরু হয়। মিছিলটি ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই ২৪ শহীদ স্মৃতি চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় ছয় দফা দাবি মানার জন্য নানা প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা।


সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ক্রাফট ইন্সট্রাক্টর পদে কর্মরত ব্যক্তিরা মূলত অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস। তাদের বেশির ভাগেরই কারিগরি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। অথচ এই পদে নিযুক্ত ব্যক্তিদের ‘জুনিয়র ইন্সট্রাক্টর’ হিসেবে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক ও অসম্মানজনক। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিলসহ ৬ দফা দাবিতে এই গণমিছিল। অনতিবিলম্বে সব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।


ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মোহাম্মদ রাতুল নামের এক শিক্ষার্থী বলেন, ‘৬ দফা দাবিতে আমরা বেশ কয়েকদিন আন্দোলন চালিয়ে আসছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসে দাবিগুলো মনে নেওয়া হবে। বৃহষ্পতিবার সে বিষয়ে বৈঠক ডেকে সেখানে শিক্ষা উপদেষ্টা ও সচিব কেউ ছিলেন না। তারা বলছেন আমাদের দাবিগুলো যৌক্তিক। তবে যৌক্তিক দাবি মেনে নিতে তাদের সমস্যা কোথায়!’


এ শিক্ষার্থী আরও বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে সাধারণ শিক্ষার্থীদের কোনোভাবেই নিয়োগ দেওয়া উচিত নয়। এই পদে সংশ্লিষ্ট টেকনোলজির ডিপ্লোমা গ্রাজুয়েটদেরই নিয়োগ দেওয়া প্রয়োজন। কারণ ডিপ্লোমা শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা একজন ডিপ্লোমা গ্রাজুয়েটই ভালো বুঝবেন। কারিগরি সেক্টরের যারা পড়াশোনা করে গেছে তারাই এ সেক্টর সম্পর্কে ভালো বুঝবে।


প্রসঙ্গত, পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টররা জুনিয়র ইন্সট্রাক্টর পদে প্রমোশনের জন্য আদালতে মামলা করলে ১৮ মার্চ আদালত তাদের পক্ষে রায় দেন। আর এই রায় প্রত্যাখান করাসহ ৬ দফা দাবিতে সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com