চীনের অর্থায়নে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৭:১২
চীনের অর্থায়নে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলমত নির্বিশেষ পঞ্চগড়ের সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৮ এপ্রিল)বাদ জুম্মা সর্বোস্তরের সাধারণ মুসল্লির ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন পঞ্চগড়ের মুসল্লিরা।


অবস্থান কর্মসূচি থেকে বক্তরা জানান, সর্বোত্তরের জেলা পঞ্চগড় হলেও এই জেলা থেকেই বাংলাদেশের মানচিত্র শুরু। এই জেলাকে বাদ দিয়ে দেশের বৈষম্য নিরসন করা সম্ভব না। বক্তারা অবিলম্বে স্বাস্থ্য উপদেস্টা সহ প্রধান উপদেস্টার দৃস্টি কামনা করেন।


অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, একজন মানুষের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি অন্যতম মৌলিক অধিকার৷ সেই মৌলিক অধিকার থেকে এ জেলার মানুষ বরাবরই অবহেলিত। বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশে তারা আর বৈষম্য দেখতে চান না।


বক্তারা আরও বলেন, রংপুর বিভাগের মধ্যে পঞ্চগড় জেলা সকল দিক দিয়ে পিছিয়ে। পার্শ্ববর্তী জেলা দিনাজপুর, রংপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এই জেলাগুলোর দূরত্ব খুবই কম এবং কাছাকাছি। কিন্তু পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় হাসপাতালে একজন রোগী গুরুতর আহত হয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর দিনাজপুরে স্থানান্তরিত করা হয়। মাঝপথে অনেক সময় মৃত্যু ঘটে। আমরা আর কারো এমন মৃত্যু চাই না।


বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাগরের রক্তের বিনিময়ে হলে এজেলার মানুষ চীনের অর্থায়নে প্রস্তাবিত ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।


অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতী ময়নুল ইসলাম সিদ্দিকী, ফুটকীর হাট জামে মসজিদের ইমাম শাহীনুর রহমান, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সাধারণ মুসল্লী আব্দুল্লাহ আল মামুন রনিক, তোফায়েল হোসেন প্রধান ও হায়াতুন আলী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com