
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের নতুন ভবনের একটি কক্ষ থেকে শামীম রেজা সাজু নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল পৌনে ১০ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শামীম দর্শনা ইমিগ্রেশন পুলিশে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারেন শামিম। ইতোমধ্যে পুলিশ শামীমের মৃত্যু রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক শামীমের এক সহকর্মী জানান, ইমিগ্রেশনে কর্মরত সকল কনস্টেবল নতুন ভবনে থাকেন। অন্যান্যদের মতো শামীমও সেখানেই থাকতেন। গতকাল ডিওটি শেষ করে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে চলে যান।
শুক্রবার সকাল সোয়া ৮ টা বেজে গেলেও শামীম তার কর্মস্থলে না আসায় নতুন ভবনের আবাসিকে তার খোঁজ নিতে গেলে কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে অনেক ডাকাডাকি করার পর সাড়া না দিলে জানালা দিয়ে দেখা যায় ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলছেন তিনি।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। সকাল সাড়ে ৯ টার দিকে পুলিশ সুপার ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে আসলে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বক্তব্য নিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমির ও চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]