
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১জন। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর ও বুধবার রাতে ভেড়ামারায় উপজেলায় পৃথক দুর্ঘটনায় তারা হতাহত হোন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহসড়কের মিরপুর উপজেলার আটমাইল নামক স্থানে রাস্তা পার হওয়ায় সময় কুষ্টিয়াগামী ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৪৬) ঘটনাস্থলেই নিহত হোন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী মন্টু সরদার। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের বাড়ি মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, ঘাতক ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে ভেড়ামারায় ড্রাম ট্রাকের চাপায় ফিরোজ আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম একই এলাকার কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ফিরোজ আলম ভেড়ামারা শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ি যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ফিরোজ আলম অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]