
রাজশাহীর গোদাগাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৬ এপ্রিল, বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
গোদাগাড়ীর অভিযানে অংশ নেন সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।
আমির হোসাইন জানান, দলিল সম্পাদনের পর খোলা জায়গায় চেয়ারে বসে এক কর্মচারী নিয়মিত ঘুষ আদায় করেন। সাব-রেজিস্ট্রার সাদেকুল ইসলাম ঘুষ ছাড়া কোনো দলিলে সই করেন না বলেও অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি অনুপস্থিত থাকায় দুদক কর্মকর্তারা অফিস সহকারী লাইলুন নাহারের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।
তিনি আরও জানান, দলিলের সার্টিফায়েড কপি প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি তারা সরেজমিনে দেখেছেন। তারা গত তিন দিনের মধ্যে সম্পাদিত সব দলিলের কপি চেয়েছেন এবং সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]