
“এবারের বৈশাখের স্বপ্ন-শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
বর্ষবরণ উপলক্ষ্যে বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় গরুর-মহিষের গাড়ি, পালকি, কাস্তে, কোদালসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এছাড়া এসময় অভিনয়ের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন চরিত্রকেও সেখানে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে পহেলা বৈশাখের আলোচনা সভায় মিলিত হয়।
এসময় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোশাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। এছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রোক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের সহ¯সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইংরেজি আমাদের নিজস্ব অনুষ্ঠান নয়, আরবি ভাষার সাথে ধর্মীয় দিক থেকে আমাদের সম্পর্ক থাকলেও একমাত্র বাংলা বর্ষবরণই আমাদের নৃতাত্ত্বিক অনুষ্ঠান। এজন্যই আমরা বাংলা বর্ষবরণ উৎসবে উদ্বেলিত হই।
গত বছরের সকল গ্নাণি-বৈষম্য-অন্ধকার-অনাচার মুছে আমরা যেন আমাদের জীবনকে রাঙাতে পারি। নতুন শপথে আগামী দিনে
বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই।”
আলোচনা সভা শেষে একই মঞ্চে বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিবার্তা/জায়িম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]