
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে (৪৮) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর রিফুজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক জাহিদুল ইসলাম জাহিদ একই এলাকার ছামসের আলীর ছেলে এবং মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো দলীয় পদে ছিলেন না তিনি।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]