সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৫
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৫:১৯
সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের তাড়াশে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি একরামুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সোমবার বিকেলে গ্রেফতারদের আদালতে হাজির করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠান আদালত।


গ্রেফতাকৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর থানার বেতজুরী গ্রামের ওহাব আলীর ছেলে ওয়াসিম পলান (২৩), একই থানার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদিঘী গ্রামের মৃত মজনুর ছেলে ইয়াকুব শাহ (২৩), বড় পাওতা গ্রামের দবির শেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও পলাশী গ্রামের মজনু প্রামাণিকের ছেলে লাবু প্রামানিক (৪০)। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটা চাইনিজ কুড়াল, দুইটি মোবাইল ফোন ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।


এর আগে গত ১৩ মার্চ রাতে বারুহাস ইউনিয়নের হেদার খাল নামক স্থানের ভাই ভাই ব্যাটারি কারখানায় ২৫-৩০ জন ডাকাত শ্রমিকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করেন।


এসময় তারা কারখানার ব্যবস্থাপকের সঙ্গে থাকা নগদ ৭০ হাজার টাকা, ১৪টি মোবাইল ফোন, একটি কাভার্ডভ্যান, পুরাতন ব্যাটারির প্লেট ১০ টন, তিন টন সিসা ও ব্যাটারির কানেক্টিন ১২০০ কেজি লুট করেন। যার মূল্য ৩৮ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা করেন কারখানার মালিক।


বিবার্তা/কাইয়ুম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com