
শেরপুরের ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে দুইজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ি গ্রামের নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫)। এ ঘটনায় মহা কোচ (৩০) নামের আরেকজন আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃত নিরঞ্জন ও নারায়ণ পরস্পর ভায়রা ভাই বলে জানা গেছে। আহত মহা কোচ রাংটিয়া গ্রামের নিধিরাম কোচের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ি গ্রামের নিরঞ্জন কোচের বাড়িতে পানি সংগ্রহের জন্য একটি কূপ স্থাপন করা হয়। কিন্তু কূপের কাজটি শেষ না হওয়ায় সেটি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়। এরপর রোববার বিকেল পাঁচটার দিকে নিরঞ্জন কোচ কূপের উপরে রাখা ঢাকনাটি সরিয়ে কূপের অবশিষ্ট খনন কাজের জন্য কূপের ভিতরে নামেন। এ সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে বাঁচানোর জন্য তার ভায়রা নারায়ণ কূপের ভিতরে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাদেরকে বাঁচাতে মহা কোচ ওই কূপের ভিতরে নামার চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। সংবাদ পেয়ে ঝিনাইগাতী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কূপের ভিতর থেকে মৃত অবস্থায় নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচকে উদ্ধার করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন নিরঞ্জন ও নারায়ণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন কূপটি ঢাকনা দিয়ে ঢেকে রাখায় সেখানে মিথেন গ্যাস জমেছিল। ফলে ওই কূপে নামার সঙ্গে সঙ্গে অক্সিজেনের অভাবে তারা মারা যান।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]