
টেন্ডারে অংশ নেয়ায় এক যুবককে মারধরের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
শনিবার ( ১২ এপ্রিল) জেলা কৃষকদলের সভাপতি মো. ওসমান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। এছাড়া জালাল উদ্দিনের সঙ্গে জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীদের সকল পর্যায়ে সাংগঠনিক সর্ম্পক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল বুধবার কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধর করেন কৃষকদলের নেতা জালাল উদ্দিন। ওই ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশ পায়। এরপরই ঝিনাইদহ জেলা কৃষক দল জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]