শালিখায় বৈদ্যুতিক আগুনে পুড়লো বসত ঘর, নিহত ১
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৪০
শালিখায় বৈদ্যুতিক আগুনে পুড়লো বসত ঘর, নিহত ১
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরার শালিখায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে সুমন কর্মকার (৪০) নামের একজন নিহত। এসময় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।


রবিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়া (কালিগঞ্জ রোডে) এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার মৃত দিলিপ কর্মকারের ছেলে সুমন কর্মকার।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সাত বছর যাবত অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন সুমন কর্মকার। একমাত্র তার মা তাকে সেবা করত। আজ সকাল সাড়ে ৯টায় এলাকার লোকজনের চিৎকারে আমরা এগিয়ে ঘরে আগুন লাগা দেখতে পাই। তখন সবাই আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আগুনে ভস্মীভূত সুমনের মরদেহ উদ্ধার করে।


শালিখা ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারিং ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই প্যারালাইসডের রোগী সুমন আগুনে পুড়ে যায় এবং ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।


খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিকা রানী কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেন।


শালিখা থানার ওসি ওলি মিয়া জানান, লাশ ময়নাতদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিবার্তা/মনিরুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com