কালিয়ায় হত্যাকে কেন্দ্র করে পালটা হামলার প্রস্তুতি, আটক ১২
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১১:২০
কালিয়ায় হত্যাকে কেন্দ্র করে পালটা হামলার প্রস্তুতি, আটক ১২
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা হত্যা ঘটনার পরে পালটা হামলার প্রস্তুতিকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ১২ জন কে আটক করেছে।


শনিবার (১২ এপ্রিল)রাতে আটক করে সেনাবাহিনীর সদস্যরা তাদের কালিয়া থানায় হস্তান্তর করেছে। আটককৃতরা হলেন,কাঞ্চনপুর গ্রামের শরিফুল মোল্যা (৪৬),গোলাম হায়দার
শেখ (৬৭),হাদিউল (২০), পারভেজ শেখ (৩০),মাহমুদুল হাসান (২০),আফতাব মোল্যা (৪৫),বুলু শেখ (৩৭),আল আমিন ইসলাম (৪৫), মোস্তাইন (৩০),হেমায়েত কাজী (৫০),হানিফ মোল্যা (৭০) এবং আফজাল মোল্যা (৫৫)।


উল্লেখ্য গত১১এপ্রিল উপজেলার কঞ্চনপুর গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আফতাব পক্ষের সমর্থক ফরিদ মোল্যা নিহত হয়। শনিবার রাতে আফতাব পক্ষের লোকজন পালটা হামলার প্রস্তুতি নেয়। খবর পেয়ে কালিয়া সেনা ক্যাম্প থেকে একটি
টহল দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে মোট ১২ জনকে আটক করে। এসময় ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ৩টি বাটন ফোন, ৫টি ঢাল, ১টি বর্শা (স্টেইনলেস স্টিল পাইপ), ১৩টি বাঁশের লাঠি জব্দ করা হয়। পরে আটকদের জব্দ করা আলামতসহ কালিয়া থানায় হস্তান্তর করা হয়।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম রবিবার (১৩এপ্রিল) সকালে জানান, রাতে সেনাবাহিনী ১২ জনকে আটক করে থানায়
হস্তান্তর করেছে। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com