
ইন্দুরকানীতে সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী বাজারে ব্যবসায়ী মোঃ সোলায়মান খান সরকারি খাল দখল করে এই পাকা ভবনটি নির্মাণ করেছেন। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে তিনি এ ভবনটি নির্মাণ করেছেন।
জানা গেছে, উপজেলার পত্তাশী বাজারে শুভ তালুকদারের কাছ থেকে সোলায়মান খান নামে এক ব্যক্তি সিকিস্তি জমি কিনেছেন। তিনি সেই জমির খাল ভরাট করে সেখানে একটি দ্বিতল ভবন নির্মান করেছেন। খাল দখল করে ভবন নির্মাণ করতে স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিষেধ করলেও তিনি শোনেন নি। এব্যাপারে সোলায়মান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘর উঠাতে তহশীলদার বাধা দিলেও শুভ তালুকদার ইউএনও সাহেবের সাথে কথা বলে আমাকে ঘর উঠাতে বলেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকতা ও প্রশাসক হাসান-বিন-মুহাম্মাদ আলীর মুঠোফোনে ভবনের ছবি পাঠিয়ে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। ”
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]