
রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেয়ামত আলীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার(ডিবি) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে৷ এর যেকোনো একটি মামলা তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) রাজবাড়ী আদালতের সোপর্দ করা হবে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]