পাবনায় কিশোর আরাফাত হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ২৩:০৪
পাবনায় কিশোর আরাফাত হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা পৌর এলাকার চাঞ্চল্যকর কিশোর আরাফাত হোসন (১৮) হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।


রবিবার (৬ এপ্রিল) দুপুরে শহরের অন্তত এলাকা থেকে স্বজন ও এলাকাসী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানবন্ধন কর্মসূচী পালন করে। মানবন্ধনে নিহতের স্বজন ও এলাকাবাসীরা বক্তব্য দেন। মানববন্ধন শেষে জেলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরারবর স্বারক লিপি পেশ করেন।


বিক্ষোভ মানবন্ধনে বক্তারা বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী শহীদ মেম্বারের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।


প্রসঙ্গত, গত ২ এপ্রিল (বুধবার) রাতে পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর অনন্ত বাজার এলাকায় হরিজন কলনীর সামনে কিশোর আরাফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনার পরে উত্তেজিত জনতা প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিণসংযোগ করে। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার ওমর আলীর ছেলে।


এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেছেন। জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


বিবার্তা/পলাশ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com